নতুন কে পুরাতন মেনে নিতে চায় না,
তাই নবীন বরণ অনুষ্ঠান চালু করা হয়েছে।
বদলি আদেশ অনুযায়ী শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে যোগদান করতে এসেছি কিন্তু এই নামের কোন একাডেমি এখানে নাই। আছে আরপিএটিসি, আমার কথা শুনে তারা খুবই অপছন্দ করলো ভাবলো কোত্থেকে আরেক নতুন দখলদার এসে হাজির হয়েছে। অগত্য বর্তমানের জনপ্রশাসন তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয় গেলাম এবং সেখানে যোগদান পত্র দিলাম। সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামসুল আলম ইতিমধ্যেই মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন। সংস্থাপন মন্ত্রণালয়ে বসেই যাবতীয় অনুমোদনের কাজ চালাচ্ছিলেন। সর্বসাকুল্যে হাজার ১৮০০ টাকা বেতন পাই। বাড়ি ভাড়া দেবো কি ? আর খাবই বা কি ? মহাপরিচালক মহোদয়ের সাথে আলোচনা হল। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরের নিপা ভবনের আন্তর্জাতিক হোস্টেল ব্যবহার করার পরামর্শ দিলেন। ইতিমধ্যে সকল ইলেকট্রিক ওয়ারিং খুলে নিয়ে যাওয়া হয়েছে। কোন কোন কক্ষের দরজা-জানালা খুলে নিয়ে যাওয়া হয়েছে। এলাকাটা কিছু মানুষকে প্রকৃতির ডাক দেয়। হঠাৎ করে দুই মেয়েকে নিয়ে স্ত্রী হাজির। অগত্য নিপা ভবনের দুটি কক্ষ নিয়ে উঠে গেলাম। এটি ফ্যামিলি থাকার মতো করে তৈরি না। কক্ষ দুটি পাশাপাশি তবে আলাদা। সামনে টানা বারান্দা ব্যাচেলর হোস্টেল এর মত। এভাবে দুই মাস কাটলো। কিন্তু আরপিএটিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ মিলে একদিন ঘেরাও করে আক্রমন করতে উদ্যত হল। পিছনে শিক্ষকদের এবং বিশ্ববিদ্যালয় অথরিটির ইন্ধন ছিল। তারা আগের থেকেই চিন্তা করছিল এই ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হবে এবং কমার্স ফাকাল্টি করা হবে। সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত এটিকে আবার নিপা ভবনে পরিণত করা হবে। তাই তারা আমার আগমনে ক্ষিপ্ত হয়ে তাড়ানোর প্রস্তুতি নিতে থাকলো। এমনি একদিন সকালে কেউ গৌরব নিয়ে দূর থেকে ঘেরাও করল। আমি আজ করতে আমাকে নিতে আসা গাড়ির ড্রাইভার এর মাধ্যমে খবর পাঠিয়ে দিই। মহাপরিচালক মহোদয় সংস্থাপন মন্ত্রণালয় তৎকালীন সচিব চিশতী মহোদয় কে জানালে তিনি তৎকালীন প্রেসিডেন্ট এরশাদ সাহেবকে জানান। সরকার হার্ডলাইনে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুলিশ পাঠিয়ে বিষয়টি মোকাবেলা করতে চায়। ইতিমধ্যে আমি আটকা পড়ে গেছি। ঘেরাও করে গালিগালাজ শুরু করে দিয়েছে। অন ১৯৮৪ ব্যাচের সাতক্ষীরার প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা চিন্তা করলেন যে আমাকে আগে উদ্ধার করা দরকার। সে মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সাথে নগর সেট করা হলো। নিপা ভবন ছেড়ে দেয়া হবে মর্মে আশ্বাস দেওয়া হল। এক মাস পর নিপা ভবনের হোস্টেল ছেড়ে পরিবার পরিজনসহ বিসিএস প্রশাসন একাডেমির আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে উঠলাম।