Brevity is the sister of talent – Anthon Chekov The great Russian writer.
ভালো অফিসার হতে হলে পোড় খেতে হয়। যেমনটা বলা হয় ভালো সৈনিক হতে হলে যুদ্ধের অভিজ্ঞতা থাকতে হয় ‘War burnt Soldier’. Critically চিন্তা করে সাহস দেখাতে হয়। তখন ১৯৮৭ সাল আমি ময়মনসিংহের সদর উপজেলা ম্যাজিস্ট্রেট। একদিন আইন-শৃংখলা সভা হচ্ছে এই সভায় শহরের গণ্যমান্য ব্যক্তিরা আমন্ত্রিত হন কিংবা সদস্য থাকেন। যথারীতি মিটিং চলছে সেই সময় ময়মনসিংহের পুলিশ সুপার ছিলেন হবিগঞ্জের মোদাব্বের হোসেন চৌধুরী যিনি আইজিপি এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় সরকারের উপদেষ্টা হয়েছিলেন। আমি সরকারের নেক নজরে ছিলাম না। তাই আমাকে বেকায়দায় ফেলার উত্তম সুযোগ। সাধারণভাবে উপজেলা ম্যাজিস্ট্রেট অত্যন্ত ক্ষমতাবান পদ তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কিছু বলতে সাহস পায় না। সেদিন সবার মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তি বলে উঠলেন এই ম্যাজিস্ট্রেট সাহেব আসার পর আমাদের ছেলেদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। পরপরই এসপি সাহেব বললেন আমার পুলিশে রাস্তা থেকে খারাপ মহিলাদের গ্রেপ্তার করে কোর্টে হাজির করে কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেব তাৎক্ষণিকভাবে খালাস দিয়ে দেন। তাই রাস্তাঘাটে যৌন অপরাধ বাড়ছে। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় আমাকে ভৎসনা করলেন। সবই নীরবে হজম করলাম, বেশ কয়েকজন বলার পর আমি কিছু বলার জন্য নিবেদন করলাম। আমি বললাম- এই ধরনের মামলায় ফৌজদারি কার্যবিধির ২৯০ ধারায় সর্বোচ্চ ২০০ টাকা জরিমানা করতে পারি। আমি খোঁজ নিয়ে দেখেছি এদের দালাল আছে। ২০০ টাকা জরিমানা করলে দালালরা এই টাকা দিয়ে তাদেরকে মুক্ত করে। দুশো টাকার বদলে দালালরা রাস্তার এই মহিলাদের কাছ থেকে ৬০০ টাকা নেয়। এরপর আমি উকিল বারের সভাপতির দৃষ্টি আকর্ষণ করে বললাম বিষয়টি আপনার জানা থাকার কথা। উনি আমার কথায় সায় দিলেন। এরপর আমি বললাম যদি প্রতিবারের দুশো টাকা হয় তাহলে আমি ফাইন না করলে একজন ছেলেকে নষ্ট করতে পারে। আর যদি ফাইন করি তবে তিনজন ছেলেকে নষ্ট করে। এটি একটি সরল অংক আপনারা নিশ্চয় সহজে বুঝতে পারেন। এখন প্রশ্ন, আমি ছেলেদেরকে নষ্ট করছি, না আপনারা আমাকে নষ্ট করার জন্য প্ররোচিত করছেন। এ কথা বলার পর কয়েকমিনিট সবাই চুপচাপ। জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় অত্যন্ত দক্ষ কর্মকর্তা উনি আরেকটি বিষয় আলোচনা করতে শুরু করলেন। তিনি জীবনে অনেক উচ্চ পর্যায়ে উঠেছিলেন, জনপ্রতিনিধি হয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছিলেন। সেদিন আমি যদি সাহস না দেখাতাম, তবে আমাকে সবাই পেয়ে বসতো, সারা জীবন আমাকে একজন সমাজে অনিষ্টকারী কর্মকর্তা হিসেবে চিত্রায়িত করা হতো।