Be more concerned with your character than your reputation, because your character is what you really are, while your reputation is merely what others think you are.- John Wood
সুনামি অফিসার হতে পারে কিন্তু সে ভালো অফিসার নাও হতে পারে। অপরপক্ষে অনেক ভালো অফিসার আছে যার সুনাম নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো অফিসারের সুনাম থাকে। খারাপ অফিসারের দুর্নাম থাকে। সচিবালয়ের অভিজ্ঞতা থেকে দেখেছি কিছু উচ্চপদস্থ কর্মকর্তা আছেন তারা যতদূর পারেন সব ফাইল ধরে রাখে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করেন। জনসংযোগ করে কাটিয়ে দেয়। সন্ধ্যায় গেলে দেখবেন বসে আছে এবং ফাইলের স্তুপ। সারাদিন ধোড়া সাপ যেমন পুঁটি মাছ ধরার জন্য স্রোতের কাছে ওথ পেতে বসে থাকে তেমনি কখন তদবির আসবে তার অপেক্ষায় বসে থাকে। যখনই কোন তদবির আসে, ক্ষমতাবান হলে তো কথাই নেই সাথে সাথে ফাইল খুঁজে বের করে, কিংবা বের করিয়ে সই করে দেয়। আদ্যোপান্ত পড়া বা বিচার-বিবেচনার ধার ধারে না। বিরুদ্ধে কিছু লেখা থাকলে তার চাহিদা মতো নোট দিতে বলে। যে ক্ষমতাবানের কাজ সাথে সাথে হয়ে গেল, সে প্রচার করতে থাকে অফিসার একটা আছে——+++ সে সিএসপি অফিসারদের চেয়েও চৌকস, দেশপ্রেমিক, আমাদের দলের সমর্থক। চারিদিকে এদের সুনাম ছড়িয়ে পড়ে। যারা এদের অধীনস্থ তারা আরও বেশি বাধ্যগত হতে বাধ্য হয়। অবসরের পর চুক্তি এরপর রাষ্ট্রীয় সংস্থায় উপকারভোগী হিসেবে চাকরি করে। এভাবে Gresham’s ল বাস্তবায়িত হয়।