গ্রামের স্কুলে মাধ্যমিক শিক্ষা
রাজগঞ্জ স্কুলে ভর্তি করে দিলেন। তা-ও বাড়ি থেকে অন্তত তিন মাইল দূরে।আব্বার একটা সাইকেল ছিল। বেশিরভাগ সময় সাইকেলে স্কুলে যেতে দিতেন না। উনি চাইতেন আমি হেটে স্কুলে যাই। বাড়ি থেকে বেরিয়ে ঝাঁপা বাওড় এর পাড় দিয়ে শ্মশানঘাটের মধ্য দিয়ে রাজগঞ্জ স্কুলে পৌঁছাতাম। শ্মশানে নিয়ে যাওয়ার সময় গা ছমছম করত। সামনে মাথার খুলি, বালিশ, কলস, তৈজসপত্র…