শৈশবের শিক্ষা
অন্য শিশুদের মতো মায়ের কাছে আমার হাতে খড়ি। পিতৃহারা হওয়ায় আমার মা প্রাইমারির গন্ডির বাইরে যাওয়ার সুযোগ পায়নি। সেকালে ছেলেদের কদর একটু বেশি ছিলো, তারপর আমি বাড়ির বড় ছেলে। তবে আমি দেখতে-শুনতে সুন্দর না হাওয়ায় এবং রোগা-পটকা হাওয়ায় বড় বোনের চেয়ে আমার গুরুত্বটা কিছু কম ছিল। মা’কে বাড়িতে বহুলোকের রান্নাবাড়া করতে হতো। বিশেষত চাষবাসের মৌসুমে…