মো. নজরুল ইসলাম খান পটে আকা ছবির মতো যশোরের একটা সুবিধাবঞ্চিত প্রত্যন্ত গ্রাম থেকে এসে সিভিল সার্ভিসে প্রশিক্ষিত একজন সফল সেবা সংস্কারক। নতুন উদ্যোক্তা এবং উদ্ভাবকদের জন্য জন্য আইকন। ভাল মানের প্রশিক্ষক। মিডিয়া বিশেষ করে টেলিভিশনে ফ্রিকুয়েন্টার, টক-শো’র সাহসী বক্তা। বাংলাদেশে শিক্ষা সংস্কারে ইতিবাচক প্রভাব রেখেছেন। যেখানে কাজ করেন সেখানেই তিনি সংস্কারের উত্তরাধিকার রেখে যান। শিক্ষা জীবণে প্রতিভার স্বাক্ষর রেখে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম, একজন পলিম্যাথ।
রাস্ট্রের তিন আংগের প্রত্যেকটিতে কাজ করে বিরল অভিজ্ঞতা অর্জন করেছেন। নির্বাহি বিভাগের সর্বোচ্চ মাননীয় প্রধানমন্ত্রীর ও তার আগে বিরোধী দলীয় নেত্রীর সান্নিধ্যে কাজ করার সুযোগ পেয়েছে। এই ওয়েবসাইটে তার অভিজ্ঞতার প্রতিফলন পাবেন। আপনি নিজে নির্দিধায় মতামত দিতে পারেন।