খাজা আহমাদ ইয়াসুয়ী: মধ্য এশিয়ার ইসলাম প্রচারক

খাজা আহমদ ১০৯৩ সালে সেই গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র ৭ বছর বয়সে বাবা ইব্রাহিমকে হারান। এখনো ওই গ্রামের নাম ইব্রাহিম। সেইরাম তখন ৪০ গেটের দেয়াল ঘেরা বিশাল শহরের একপাশ থেকে আরেক পাশে যেতে সারাদিন লেগে যায়। মধ্য এশিয়ায় ইসলামের প্রথম মসজিদের শহর থেকে জ্ঞান অন্বেষণে ১১ বছর বয়সে যেতে হয় সৌরেন এ। সে সময় সৌরেন…