নবজাতক বি সি এস প্রশাসন একাডেমি:
“কাজ করলে শেখা যায়, পরবর্তীতে ফল দেয়” নতুন একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর সোজা কথা না। সরকারি টাকা আস্তে আস্তে সেপ্টেম্বর মাস হয়ে যায়। সে পর্যন্ত অপেক্ষা না করে মহাপরিচালক এ জেড এম শামসুল আলম নিজের টাকা দিয়ে কাজ শুরু করে দিলেন। আমিও তার সাথে মন প্রাণ দিয়ে লেগে গেলাম। প্রশিক্ষণ কোর্স ডিজাইন করা শুরু করলাম।…