মিশরে প্রচলিত আছে Because we focused on the snake, we missed the scorpion.
এমনি একটি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। ঘটনাটিও ময়মনসিংহে সদর উপজেলা ম্যাজিস্ট্রেট থাকাকালীন। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আমাকে মাদ্রাসার পরীক্ষার সারপ্রাইজ ভিজিটর ডিউটিতে যাওয়ার জন্য বলা হলো। তখনকার দিনে বেপরোয়া নকল হত। শহরের থেকে দূরের একটি মাদ্রাসায় গেলাম। কয়েকজন পরীক্ষার্থীকে পাজামা একটু উঁচু করতেই রাবার ব্যান্ডদিয়ে হাটুর সাথে পায়ের নিচে বইয়ের পাতা বাধা পেলাম। পিছনের দিকের জানালার কাছে গিয়ে দেখলাম কালো সুতো দিয়ে জানালার রডের সাথে নকল ঝুলিয়ে রাখা হয়েছে যাতে চোখে না পড়ে। বাথরুমে গিয়ে দেখলাম বই রাখা হয়েছে। যাদের কাছে সরাসরি নকল পেলাম তাদের সবাইকে বহিষ্কার করতে বললাম এবং তাদের সংখ্যা বেশ বড়। বহিষ্কার করার জন্য ফরম পূরণ করা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। কারণ অভিজ্ঞতা থেকে দেখেছি এক্সপেল্ড করতে বলার পরেও পরবর্তীকালে সেগুলো রিপোর্ট করা হয় না। আমাদের মত যারা ডিউটিতে যান তাদেরকে আর পরবর্তীকালে এসব খোঁজ-খবর রাখা সম্ভব হয়না। যদিও নকলের জন্য বহিষ্কার করার পর কেন্দ্রে অবস্থান করা বিপদজনক। বিসিএস প্রশাসন একাডেমিরসহ অন্যান্য প্রতিষ্ঠানে যখন ক্লাস নিয়েছি তখন এসব বিষয়ে সতর্ক করেছি। কাজ শেষে কোর্টের পথে রওনা হয়েছি। প্রথমে গাড়ির মধ্যে ছোটখাটো শব্দ হলেও আমল দেয়নি। কিন্তু কিছুদুর আসলে গাড়ির ভিতরে মাছের লেজের বাড়ির শব্দ পেলাম। ড্রাইভার কে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার। সে একটু কিংকর্তব্যবিমূঢ় হলেও কোন জবাব দিল না। অগত্য আমি একটু উচু হয়ে পিছন দিকে তাকিয়ে দেখলাম দুটি বড় বড় মাছ ৫/৬ কেজির কম হবেনা। আরেকটি ছোট মাছ। একটু উঁচু স্বরে জিজ্ঞাসা করায় বলল একটি আমার, একটি উপজেলা চেয়ারম্যানের ও একটি ড্রাইভারের গিফট। তাৎক্ষণিক ভাবলাম ফিরে গিয়ে মাছগুলো রেখে আসবো কিনা। কিংবা প্রিন্সিপালকে কোর্টে এসে মাছগুলো নিয়ে যেতে বলব কিনা। যদি মাছ ফেরত দিতে যাই কোন একটা দুর্ঘটনা হলে খবরের কাগজে আসতে পারে যে পুকুর থেকে মাছ মেরে নিয়ে আসছিল। কোর্ট গিয়ে যদি ফেরত দেই তবে সেটিও জানাজানি হবে এবং নানা ধরনের ডালপালা গজাবে। এর চেয়ে নিয়ে যাওয়াই উত্তম হবে। যথারীতি নিয়ে আসলাম। ড্রাইভারকে বললাম মাছ দুটি উপজেলা চেয়ারম্যানের বাসায় দিয়ে আসেন। প্রিন্সিপালকে পরদিন ডেকে কথা বলেছি। সে আমাকে বলল স্যার মাদ্রাসার পুকুরের মাছ পুকুরটি তো আমার না, বেসরকারি মাদ্রাসা হলেও জমিজমার মালিক সরকার। আপনি সরকারের অংশ। আপনার হক আছে। আমি নকল ধরার ডিউটি করার আগেতো মাছ দেইনি, বহিষ্কার করার পরে দিয়েছি।